
সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনসমর্থন নেই বলেই আওয়ামী সরকার পালিয়েছে। যাদের জনসমর্থন আছে তাঁরা পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে। আর আমাদের জনসমর্থন আছে বলেই আমরা পালাইনি।
বৃহস্পতিবার ১২ জুন সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে বিমান থেকে সৈয়দপুর বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামাত নেতা মীর কাসিম আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয় তখন তিনি আমেরিকায় ছিলেন। উনাকে বলা হয়েছিল আপনি আসবেন না। উনি বলেছিলেন আমি তো কোন অপরাধ করিনি। মরলে আমি আমার দেশেই মরব। এরপর উনি দেশে আসলেন। আর যারা বড় বড় কথা বলেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে।
এটিএম আজহার বলেন, আমি বিগত ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে নিজ এলাকায় যাচ্ছি। এজন্য দেশবাসী এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আমি এখন নিজের মতামত নিজেই প্রকাশ করতে পারি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ওইসময় সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতে সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা আমীর উপস্থিত ছিলেন।
সৈয়দপুর ( নীলফামারী ) প্রতিবেদক 


















