
ঢাকা: ক্যাম্পে ফিরছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। বাফুফের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, ঈদের পর ৬ এপ্রিল বাফুফের আবাসিক ক্যাম্পে ডাকা হয়েছে নারী ফুটবলারদের। কোচের বিরুদ্ধে বিদ্রোহে থাকা ১৮ নারী ফুটবলারকেও ক্যাম্পে ডাকা হয়েছে।
সিনিয়র নারী ফুটবলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাফুফের নির্ধারিত সময়ে তারা ক্যাম্পে ফিরছেন। ফেডারেশনের সঙ্গে আলোচনার পর যোগ দেবেন পিটার বাটলারের অধীনস্থ অনুশীলনে।
গত ২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুষ্ঠিত দুটি ম্যাচেই হারে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলে ছিলেন না কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলার।
আমিরাত থেকে দল দেশে ফিরলে ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। সেদিনই ইঙ্গিত দেও]য়া হয়েছিল ১৮ জন বিদ্রোহী ফুটবলারকেও ক্যাম্পে ডাকা হবে। বাফুফে সভাপতিই বলেছিলেন, ‘আমরা পুনরায় ৫৫ জন নিয়ে পূর্ণাঙ্গভাবে ক্যাম্প শুরু করব।’
জানা যায়, বাফুফে আনুষ্ঠানিকভাবে ৩৭ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে। এর বাইরে আছেন বিদ্রোহী ১৮ ফুটবলার, তবে এবার তারাও আসছেন বাফুফের চুক্তির আওতায় । মোট ৫৫ জন ফুটবলারকে নিয়েই ঈদের পর শুরু হচ্ছে বৃটিশ কোচ পিটার বাটলারের অধীনে নারী ফুটবলের ক্যাম্প।
ক্রীড়া প্রতিবেদক 























