ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত Logo তানোরে নতুন ধানের জাত ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত Logo প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি হস্তান্তর Logo সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা

আজ সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

অপেক্ষার প্রহর শেষ। বাংলাদেশ আজ বহুল প্রতীক্ষিত সেই ম্যাচে মাঠে নামবে। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে দলটা পরীক্ষায় পড়বে সিঙ্গাপুরের বিপক্ষে।এই ম্যাচটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু। কারণ এই ম্যাচ দিয়ে শমিত সোম বাংলাদেশের হয়ে অভিষিক্ত হচ্ছেন। কানাডিয়ান লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলা এই মিডফিল্ডার কোথায় খেলবেন, তা নিয়েও আছে জল্পনা-কল্পনা।

ক্যাভালরির হয়ে শমিত সাধারণত খেলে থাকেন রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায়। বাংলাদেশে এসে অনুশীলনে তিনি মন জয় করে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরার। তিনি যে ম্যাচে থাকছেন, তা বলাই বাহুল্য। ম্যাচেও তার ভূমিকাটা একই হওয়ার সম্ভাবনা একটু বেশি।

তার কারণ প্রতিপক্ষের নাম। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর বল পায়ে রেখে খেলতে ভালোবাসে। বাংলাদেশও তাই। তবে আজ হয়তো সে কৌশল থেকে একটু পিছু হটে রক্ষণটাকেও শক্ত করতে চাইবেন কাবরেরা। সেক্ষেত্রে শমিত আর হামজা চৌধুরীর ডাবল পিভোটের দেখা মিলতে পারে আজকের ম্যাচে।

অধিনায়ক জামাল ভূঁইয়াকে থাকতে হতে পারে বেঞ্চে। এমনকি আগের ম্যাচে গোল করা সোহেল রানাও শুরু করতে পারেন বেঞ্চ থেকেই। তার জায়গায় কেন্দ্রীয় মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে সৈয়দ কাজেম কিরমানীকে।

রক্ষণে যে পরিবর্তন আসছে না, তা একরকম নিশ্চিত। ভুটান ম্যাচের চার ফুটবলার তাজ উদ্দীন, তারিক কাজী, তপু বর্মণ আর সাদ উদ্দীনকে দেখা যাবে রক্ষণ সামলাতে। তবে প্রতিপক্ষ সিঙ্গাপুর বলে বাংলাদেশের রক্ষণভাগ আর গোলরক্ষক মিতুল মারমাকে ব্যস্ত সময়ই পার করতে হতে পারে।

আক্রমণে আগের ম্যাচে শুরু করা ফাহামেদুল ইসলাম আজও সুযোগ পেতে পারেন। অনুশীলনে তিনি বেশ ভালো করেছেন বলে জানিয়েছেন কাবরেরা। তিনি খেলবেন লেফট উইংয়ে।

ক্লাব ফুটবলে উইঙ্গারের ভূমিকায় খেলেন রাকিব হোসেন। জাতীয় দলেও অনেক ম্যাচেই এই ভূমিকাই পালন করেছেন। তবে তাকে আজ সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় রাখতে পারেন কোচ। রাইট উইংয়ে আগের ম্যাচে খেলেছিলেন কাজেম, তবে তিনি মাঝমাঠে চলে এলে সে জায়গায় খেলানো হতে পারে অভিজ্ঞ মোহাম্মদ ইবরাহিমকে, আগের ম্যাচেও ম্যাচের শেষ ভাগে সে ভূমিকায় খেলেছেন তিনি।

সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় আল আমিনকেও দেখা যেতে পারে। সে সম্ভাবনা সত্যি হলে রাকিব শুরু করবেন তার সহজাত অবস্থান রাইট উইংয়েই। ইবরাহিমের অপেক্ষা তখন থাকবে বদলি হিসেবে মাঠে নামার।

আজকের ম্যাচে এমনই হতে পারে বাংলাদেশের একাদশ। তবে শেষ মুহূর্তে দৈব দুর্বিপাকে কিংবা অন্যান্য প্রয়োজনেও কোচ কাবরেরা দলে পরিবর্তন আনতে পারেন। তা জানা যেতে পারে কেবল ম্যাচ শুরুর আগেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
মিতুল মারমা;
তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন;
হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম কিরমানী;
মোহাম্মদ ইবরাহিম, রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

আজ সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

Update Time : ১০:০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

অপেক্ষার প্রহর শেষ। বাংলাদেশ আজ বহুল প্রতীক্ষিত সেই ম্যাচে মাঠে নামবে। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে দলটা পরীক্ষায় পড়বে সিঙ্গাপুরের বিপক্ষে।এই ম্যাচটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু। কারণ এই ম্যাচ দিয়ে শমিত সোম বাংলাদেশের হয়ে অভিষিক্ত হচ্ছেন। কানাডিয়ান লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলা এই মিডফিল্ডার কোথায় খেলবেন, তা নিয়েও আছে জল্পনা-কল্পনা।

ক্যাভালরির হয়ে শমিত সাধারণত খেলে থাকেন রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায়। বাংলাদেশে এসে অনুশীলনে তিনি মন জয় করে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরার। তিনি যে ম্যাচে থাকছেন, তা বলাই বাহুল্য। ম্যাচেও তার ভূমিকাটা একই হওয়ার সম্ভাবনা একটু বেশি।

তার কারণ প্রতিপক্ষের নাম। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর বল পায়ে রেখে খেলতে ভালোবাসে। বাংলাদেশও তাই। তবে আজ হয়তো সে কৌশল থেকে একটু পিছু হটে রক্ষণটাকেও শক্ত করতে চাইবেন কাবরেরা। সেক্ষেত্রে শমিত আর হামজা চৌধুরীর ডাবল পিভোটের দেখা মিলতে পারে আজকের ম্যাচে।

অধিনায়ক জামাল ভূঁইয়াকে থাকতে হতে পারে বেঞ্চে। এমনকি আগের ম্যাচে গোল করা সোহেল রানাও শুরু করতে পারেন বেঞ্চ থেকেই। তার জায়গায় কেন্দ্রীয় মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে সৈয়দ কাজেম কিরমানীকে।

রক্ষণে যে পরিবর্তন আসছে না, তা একরকম নিশ্চিত। ভুটান ম্যাচের চার ফুটবলার তাজ উদ্দীন, তারিক কাজী, তপু বর্মণ আর সাদ উদ্দীনকে দেখা যাবে রক্ষণ সামলাতে। তবে প্রতিপক্ষ সিঙ্গাপুর বলে বাংলাদেশের রক্ষণভাগ আর গোলরক্ষক মিতুল মারমাকে ব্যস্ত সময়ই পার করতে হতে পারে।

আক্রমণে আগের ম্যাচে শুরু করা ফাহামেদুল ইসলাম আজও সুযোগ পেতে পারেন। অনুশীলনে তিনি বেশ ভালো করেছেন বলে জানিয়েছেন কাবরেরা। তিনি খেলবেন লেফট উইংয়ে।

ক্লাব ফুটবলে উইঙ্গারের ভূমিকায় খেলেন রাকিব হোসেন। জাতীয় দলেও অনেক ম্যাচেই এই ভূমিকাই পালন করেছেন। তবে তাকে আজ সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় রাখতে পারেন কোচ। রাইট উইংয়ে আগের ম্যাচে খেলেছিলেন কাজেম, তবে তিনি মাঝমাঠে চলে এলে সে জায়গায় খেলানো হতে পারে অভিজ্ঞ মোহাম্মদ ইবরাহিমকে, আগের ম্যাচেও ম্যাচের শেষ ভাগে সে ভূমিকায় খেলেছেন তিনি।

সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় আল আমিনকেও দেখা যেতে পারে। সে সম্ভাবনা সত্যি হলে রাকিব শুরু করবেন তার সহজাত অবস্থান রাইট উইংয়েই। ইবরাহিমের অপেক্ষা তখন থাকবে বদলি হিসেবে মাঠে নামার।

আজকের ম্যাচে এমনই হতে পারে বাংলাদেশের একাদশ। তবে শেষ মুহূর্তে দৈব দুর্বিপাকে কিংবা অন্যান্য প্রয়োজনেও কোচ কাবরেরা দলে পরিবর্তন আনতে পারেন। তা জানা যেতে পারে কেবল ম্যাচ শুরুর আগেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
মিতুল মারমা;
তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন;
হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম কিরমানী;
মোহাম্মদ ইবরাহিম, রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম।