
পাবনা সাঁথিয়ায় নাগডেমড়া ইউনিয়নে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ জুন) বিকেলে সোনাতলা বাজারে ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুজ্জামান হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশরাফ আলী। আরও বক্তব্য দেন যুগ্ন-আহবায়ক আখতারুজ্জামান খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান রিপন, ধোপাদাহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াদুদ হোসেন ঠান্টু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মিলন হোসেন মিন্টু সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা স্বধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি ও জাতীর মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া করা হয়।
সাঁথিয়া (পাবনা)প্রতিবেদক 



















