
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) বেলা সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ ভূমি মেলার উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক লিয়াকত সালমান।
পরে তানোর উপজেলা প্রশাসনিক হলরুমে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (অতিঃ দাঃ) লিয়াকাত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, খাদ্য কর্মকর্তা ওলিউজ্জামান সজিব, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, যুগ্ম আহবায়ক তোফাজ্জুল হোসেন তোফা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও কানুনগো (অঃ দাঃ) আব্দুল্লাহ আল মাসুম, মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমন, নাজির কাম ক্যাশিয়ার সাদিল ইসলাম, সার্টিফিকেট পেশকার সাজ্জাদ হোসেন, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী এনামুল হক, কম্পিউটার অপারেটর আরিফুর রহমান ছাড়াও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরা ও উপজেলার বিভিন্ন এলাকার ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।
এ ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদনের প্রক্রিয়াকরণ, ডিসিআর ও খতিয়ান প্রদান সহ ভূমি সেবা সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান করা হবে। আগামী ২৭ মে বিকালে এ ভূমি মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনিক হলরুমে জনসচেতনতামূলক সভা এবং ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ভূমি মেলার সমাপ্তি হবে।#
তানোর প্রতিবেদক 



















