
নাটোরের লালপুরে ৫ শ গ্রাম গাঁজা ও তিনটি তাজা বড় গাঁজার গাছ সহ চম্পা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। সে ওই গ্রামের বসির উদ্দিনের স্ত্রী।
শুক্রবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার দেয়া তথ্য মতে উক্ত মাদক উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃত চম্পা বেগমকে আইনি প্রক্রিয়ার জন্য তাকে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালপুরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
লালপুর (নাটোর) প্রতিবেদক 


















