
শিক্ষকদের বেতন-ভাতা ইএফটি’র নামে বিলম্ব নয়, দ্রুত মাসিক বেতন ভাতা প্রদান, ঈদুল আযহার পূর্বেই পূর্ণঙ্গ উৎসব ভাতা প্রদান, সম্মানজনক বাড়ীভাড়া প্রদান, এমপিওভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকসিস) এর আয়োজনে এই মানববন্ধন হয়। নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকসিস) এর সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম নয়ন, কলেজ শিক্ষক দিলশাদ তোহমিনা মিমি, শাহনেয়ামতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ। বক্তারা দ্রুত শিক্ষকদের সমস্যাগুলো সমাধানের জোর দাবী জানান।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা)’র সালমা আক্তার এর কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক 



















