
ঢাকা: নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি। আজ শুক্রবার (১৬ মে) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‘সমতার দাবিতে আমরা’—এই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে নারী অধিকার রক্ষার পাশাপাশি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে উঠে আসে দীপ্ত প্রতিবাদ। আয়োজকদের দাবি, এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা, যেখানে নারীরা পাবে মর্যাদা ও নিরাপত্তা।
আয়োজকরা জানান, কর্মসূচিকে ঘিরে ৩১টি স্লোগানের একটি তালিকা প্রণয়ন করা হয়। এসব স্লোগানে নারীর অধিকার, শ্রমিকের ন্যায্য দাবি, ফ্যাসিবাদের বিরোধিতা, সামাজিক ন্যায়ের প্রশ্ন এবং আন্তর্জাতিক ইস্যু হিসেবে ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশের বিষয়গুলো তুলে ধরা হয়।
কর্মসূচির অংশ হিসেবে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীকালে অংশগ্রহণকারীদের নিয়ে বের হয় একটি প্রতিবাদ মিছিল।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 



















