
নওগাঁর মান্দায় ডেভিলহাণ্টে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার গঙ্গারামপুর গ্রামের আফসার আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগনেতা আসলাম হোসেন টিপু (৩২), ইউনিয়ন আওয়ামী লীগে নেতা ও হটোইর গ্রামের প্রানেশ্বর সরকারের ছেলে প্রদীপ সরকার (৪৫), তুড়ুকগ্রামের আছির উদ্দিনের ছেলে নুর হোসেন (৪০) এবং হোসেনপুর গ্রামের আবদুল আজিজের ছেলে হেলাল উদ্দিন (৩২)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে দোকানঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার (১০ মে) আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ প্রতিবেদক 


















