
পাবনা জেলা বিএনপি’ র সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ,গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার দুপুরে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে থেকে একটি প্রতিবাদ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়। এ সময় ডাঃ আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপি’ র সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ, যুগ্নআহবায়ক আনিসুল হক বাবু, শেখ তুহিন, যুবদল নেতা ইলিয়াস আহমেদ হিমেল রানা, মনির আহমেদ, সেচ্চাসেবক দল নেতা ইয়ামিন খাঁন প্রমূখ।
এ ছাড়াও প্রতিবাদ সমাবেশে পাবনা জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি’ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে জেলা বিএনপির সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ ও মটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দোষীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।
প্রসঙ্গত: গেল সোমবার প্রতিদিনের মতো পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের রাঘবপুরের বাড়ির আঙিনায় দলীয় আলোচনা চলছিল। রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাসভবনে হঠাৎ ৮–১০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে গুলি ও ককটেল ছোড়ে। তারা দেশীয় অস্ত্র দিয়ে নেতাকর্মীদের মারধর করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার জানান, দিনের অধিকাংশ সময়ই তাঁর বাড়ির সামনে শতাধিক নেতাকর্মী অপেক্ষা করেন। ঘটনার সময়ও শতাধিক নেতাকর্মী ছিলেন। তিনি তখন বাড়ির ভেতরে ছিলেন। এরমধ্যেই হঠাৎ করে মোটর সাইকেলযোগে একদল দুর্বৃত্ত বাড়ির সামনে এসে অতর্কিত গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে তাঁর অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
পাবনা প্রতিবেদক 



















