বিএনপি নেতাকর্মীদের মধ্যে দলীয় গ্রুপিং মিটিয়ে সবাইকে এক্য করে একসঙ্গে পথ চলতে চাই। কোন প্রকার গ্রুপিং দ্বন্দ্ব নিজেদের মধ্যে করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোন প্রকার প্রশ্রয় দেওয়া যাবে না।
শুক্রবার (০২ মে) সন্ধায় চরতারাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত তারাবাড়িয়া বাজারে পাবনা সদর উপজেলা বিএনপির নব নির্বাচিত আহবায়ক মাহমুদুন্নবী স্বপনকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৭ বছরে হাজারো বিএনপির নেতাকর্মীরা গ্রাম ছাড়া হয়েছে। দোকান পাট বন্ধ করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। বিএনপি নেতাকর্মীরা সীমাহীন নির্যাতন সহ্য করেছে। এখন বিএনপি নেতাদের কাউকে নির্যাতন ও কেউ কষ্ট পায় এমন কাজ করা যাবে না। কোন নেতাকর্মী যদি বিশৃঙ্খলা করে তাকে ধরে পুলিশে দিন। প্রয়োজনে মামলা দিন। কয়েকজন বিএনপির জন্য পুরো বিএনপির বদনাম হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভালোবাসা যুগযুগ ধরে অটুট রাখতে চাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ এখনো ভালোবাসে। কারণ তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। দেশের ইতিহাসে জিয়াউর রহমানের মত প্রেসিডেন্ট হয়নি। যদি বিশৃঙ্খলা বা অপকর্ম করেন তাহলে আওয়ামী লীগের মত আমাদের করুন পরিনত ভোগ করতে হবে। সমাজে বিশৃঙ্খলা করা যাবেনা। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজকে দলে আনা যাবে না।

তিনি দলীয় নেতাকর্মীদের হুশিয়ারী করে বলেন, দল ভারি করানোর জন্য অপরাধের গডফাদারকে দলে আনা যাবে না। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হোক এটাই চাই। অন্যায়কারীকে শাস্তি পেতে হবে। কোন অপকর্মের দায় বিএনপি নিবে না। জনগণ যাতে বিএনপির প্রতি বিরক্ত না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। আগে বিএনপিকে বাঁচাতে হবে। এরপর নিজেকে বাঁচাতে হবে। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের মত আওয়ামী লীগে নেতাদের সেই গর্জন কই গেল।
সমাজের মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে হবে। সমাজ সেবা করতে হবে। মানুষের দোড়ঘোড়ায় পৌঁছাতে হবে। হাসিনার ফ্যাসিবাদ যা করেছে আমরাও তাই করব এই আশা যেন কেউ না করে। সেদিন শেষ।
চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বারেক মৃধার সভাপতিত্ব ও পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এসএম পাপ্পু সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুজানগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা আসলাম হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক খোকন জোয়ার্দার, বিএনপি নেতা খোকন খান, চরতারাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু দাউদ শেখ, আবু ইউসুফ টোকন,কৃষকদলের সভাপতি ইয়ার আলী, কৃষকদলের সাধারণ সম্পাদক খাইরুল মল্লিকসহ ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















