
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ২ মে ) ঈশ্বরদী উপজেলা শ্রমিক দল কেক কেটে আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছবি মন্ডলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপি সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার নির্বাচিত মেয়র মখলেসুর রহমান বাবলু, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিব, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপি সাবেক যুগ্ন সম্পাদক আতাউর রহমান পাতা, ট্রাক ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ভাষা প্রামানিক, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়ারুল ইসলাম প্রমুখ।
ঈশ্বরদি প্রতিবেদক 



















