
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নবনির্মিত ‘হিউম্যান পারফরম্যান্স এন্ড কিনানথ্রোপোমেট্রি ( Human Performance & Kinanthropometry) ল্যাব চালু করা হয়েছে। এদিন সকাল ১০:৩০ মিনিটে বিভাগের এই ল্যাব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
ল্যাব উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, সুস্থ দেহ ও মনের অধিকারী জাতি গড়ে তুলতে হলে শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। এজন্য পদ্ধতিগতভাবে শরীরচর্চা করতে হবে। সেই লক্ষ্যে পঠন-পাঠনের জন্য এধরনের ল্যাব অত্যন্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নতুন আরো ল্যাবের জন্য বাজেটে অর্থ সংস্থানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আগামীতে আরো কিছু নতুন ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















