সেনাপ্রধান জামির এ পদক্ষেপকে ‘গুরুতর অপরাধ’ আখ্যা দিয়ে বলেন, “এই ধরনের বিবৃতি দেওয়া সেনারা সেনাবাহিনীতে ফেরার উপযুক্ত নন।”
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও চিঠিটির নিন্দা জানিয়ে বলেন, “এটি চলমান যুদ্ধের বৈধতা প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা।”
আন্তর্জাতিক ডেস্ক 
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।
সেনাপ্রধান জামির এ পদক্ষেপকে ‘গুরুতর অপরাধ’ আখ্যা দিয়ে বলেন, “এই ধরনের বিবৃতি দেওয়া সেনারা সেনাবাহিনীতে ফেরার উপযুক্ত নন।”
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও চিঠিটির নিন্দা জানিয়ে বলেন, “এটি চলমান যুদ্ধের বৈধতা প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা।”
তারা যুদ্ধবিরতির পক্ষে জনমত গড়ে তোলার জন্য ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানান, যেন বন্দিমুক্তির পথ খুলে দেওয়া যায়।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, চিঠিতে স্বাক্ষরকারী প্রায় ১০ শতাংশ এখনও সক্রিয় রিজার্ভ সদস্য, বাকি সবাই অবসরপ্রাপ্ত বা সাবেক সেনা। এই ঘটনা ইসরায়েলের সামরিক-বেসামরিক পরিসরে যুদ্ধ নিয়ে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্কের ইঙ্গিত দিচ্ছে।