ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত Logo তানোরে নতুন ধানের জাত ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত Logo প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি হস্তান্তর Logo সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা

সিটিকে বিদায় জানিয়ে দিলেন ডে ব্রুইনা

MANCHESTER, ENGLAND - AUGUST 13: Kevin De Bruyne of Manchester City celebrates after scoring a goal to make it 2-0 during the Premier League match between Manchester City and AFC Bournemouth at Etihad Stadium on August 13, 2022 in Manchester, United Kingdom. (Photo by Robbie Jay Barratt - AMA/Getty Images)

গুঞ্জন বাতাসে ভাসছিল বেশ আগে থেকেই। শেষ পর্যন্ত সেটাই হল সত্যি। ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডে ব্রুইনা। চলতি মৌসুম শেষে ইংলিশ চ্যাম্পিয়নদের সাথে শেষ হচ্ছে অভিজ্ঞ এই মিডফিল্ডারের অধ্যায়।

আগামী জুনে সিটির সাথে শেষ হচ্ছে ডে ব্রুইনার চুক্তির মেয়াদ। দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি কখন। বেলজিয়ান তারকা এই মৌসুমে আগেও কয়েকবার আভাস দিয়েছেন ক্লাব ছাড়ার।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ডে ব্রুইনা নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। এটা দেখে হয়ত বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তাই আমি সরাসরি সেখানেই চলে যাচ্ছি এবং আপনাদের সবাইকে জানাচ্ছি যে, ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ মাস। এই ব্যাপারে কিছুই লেখা সহজ কাজ না, কিন্তু ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি যে এই দিনটি একদিন আসবেই। আমার জন্য সেই দিনটা এসে গেছে। আর আপনাদেরই আমার কাছ থেকে এটা সবার শোনা উচিত।”

এরপর কৃতজ্ঞতা জানিয়েছেন সিটিকে। “ফুটবল আমাকে আপনাদের সবার কাছে এবং সিটির কাছে নিয়ে এসেছে। এই সময়টা যে আমার জীবন বদলে দেবে, তা আমি জানতাম না। আমি স্বপ্নের পেছনে ছুটেছি। এই শহর…এই ক্লাব… এই মানুষগুলো… তারা আমাকে সবকিছু দিয়েছে। তাদের এর সবকিছু ফিরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোন উপায় ছিল না! আর দেখুন, আমরা সবকিছুই জিতেছি। এটা আমাদের ভালো লাগুক বা না লাগুক, বিদায় বলার সময় এসেছে।”

চোটের কারণে বেশ কিছু ম্যাচ মিস করা ৩৩ বছর বয়সী ডে ব্রুইনা এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩১টি। ৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ৭টি। মিনিট খেলেছেন মোট ১ হাজার ৬৯৮।

আর সব মিলিয়ে সিটির জার্সিতে ডে ব্রুইনা খেলেছেন ৪১৩ ম্যাচ। ১০৬টি গোলের সাথে করেছেন ১৭৪টি অ্যাসিস্ট।

সিটির ইতিহাসের সেরা সময়ে ডে ব্রুইনা খেলেছেন নিজের সেরা ফুটবলও। পেপ গার্দিলার দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে জিতেছে ৬টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

সিটিকে বিদায় জানিয়ে দিলেন ডে ব্রুইনা

Update Time : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

গুঞ্জন বাতাসে ভাসছিল বেশ আগে থেকেই। শেষ পর্যন্ত সেটাই হল সত্যি। ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডে ব্রুইনা। চলতি মৌসুম শেষে ইংলিশ চ্যাম্পিয়নদের সাথে শেষ হচ্ছে অভিজ্ঞ এই মিডফিল্ডারের অধ্যায়।

আগামী জুনে সিটির সাথে শেষ হচ্ছে ডে ব্রুইনার চুক্তির মেয়াদ। দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি কখন। বেলজিয়ান তারকা এই মৌসুমে আগেও কয়েকবার আভাস দিয়েছেন ক্লাব ছাড়ার।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ডে ব্রুইনা নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। এটা দেখে হয়ত বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তাই আমি সরাসরি সেখানেই চলে যাচ্ছি এবং আপনাদের সবাইকে জানাচ্ছি যে, ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ মাস। এই ব্যাপারে কিছুই লেখা সহজ কাজ না, কিন্তু ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি যে এই দিনটি একদিন আসবেই। আমার জন্য সেই দিনটা এসে গেছে। আর আপনাদেরই আমার কাছ থেকে এটা সবার শোনা উচিত।”

এরপর কৃতজ্ঞতা জানিয়েছেন সিটিকে। “ফুটবল আমাকে আপনাদের সবার কাছে এবং সিটির কাছে নিয়ে এসেছে। এই সময়টা যে আমার জীবন বদলে দেবে, তা আমি জানতাম না। আমি স্বপ্নের পেছনে ছুটেছি। এই শহর…এই ক্লাব… এই মানুষগুলো… তারা আমাকে সবকিছু দিয়েছে। তাদের এর সবকিছু ফিরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোন উপায় ছিল না! আর দেখুন, আমরা সবকিছুই জিতেছি। এটা আমাদের ভালো লাগুক বা না লাগুক, বিদায় বলার সময় এসেছে।”

চোটের কারণে বেশ কিছু ম্যাচ মিস করা ৩৩ বছর বয়সী ডে ব্রুইনা এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩১টি। ৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ৭টি। মিনিট খেলেছেন মোট ১ হাজার ৬৯৮।

আর সব মিলিয়ে সিটির জার্সিতে ডে ব্রুইনা খেলেছেন ৪১৩ ম্যাচ। ১০৬টি গোলের সাথে করেছেন ১৭৪টি অ্যাসিস্ট।

সিটির ইতিহাসের সেরা সময়ে ডে ব্রুইনা খেলেছেন নিজের সেরা ফুটবলও। পেপ গার্দিলার দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে জিতেছে ৬টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই।