
গুঞ্জন বাতাসে ভাসছিল বেশ আগে থেকেই। শেষ পর্যন্ত সেটাই হল সত্যি। ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডে ব্রুইনা। চলতি মৌসুম শেষে ইংলিশ চ্যাম্পিয়নদের সাথে শেষ হচ্ছে অভিজ্ঞ এই মিডফিল্ডারের অধ্যায়।
আগামী জুনে সিটির সাথে শেষ হচ্ছে ডে ব্রুইনার চুক্তির মেয়াদ। দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি কখন। বেলজিয়ান তারকা এই মৌসুমে আগেও কয়েকবার আভাস দিয়েছেন ক্লাব ছাড়ার।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ডে ব্রুইনা নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। “এটা দেখে হয়ত বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তাই আমি সরাসরি সেখানেই চলে যাচ্ছি এবং আপনাদের সবাইকে জানাচ্ছি যে, ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ মাস। এই ব্যাপারে কিছুই লেখা সহজ কাজ না, কিন্তু ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি যে এই দিনটি একদিন আসবেই। আমার জন্য সেই দিনটা এসে গেছে। আর আপনাদেরই আমার কাছ থেকে এটা সবার শোনা উচিত।”
এরপর কৃতজ্ঞতা জানিয়েছেন সিটিকে। “ফুটবল আমাকে আপনাদের সবার কাছে এবং সিটির কাছে নিয়ে এসেছে। এই সময়টা যে আমার জীবন বদলে দেবে, তা আমি জানতাম না। আমি স্বপ্নের পেছনে ছুটেছি। এই শহর…এই ক্লাব… এই মানুষগুলো… তারা আমাকে সবকিছু দিয়েছে। তাদের এর সবকিছু ফিরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোন উপায় ছিল না! আর দেখুন, আমরা সবকিছুই জিতেছি। এটা আমাদের ভালো লাগুক বা না লাগুক, বিদায় বলার সময় এসেছে।”
চোটের কারণে বেশ কিছু ম্যাচ মিস করা ৩৩ বছর বয়সী ডে ব্রুইনা এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩১টি। ৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ৭টি। মিনিট খেলেছেন মোট ১ হাজার ৬৯৮।
আর সব মিলিয়ে সিটির জার্সিতে ডে ব্রুইনা খেলেছেন ৪১৩ ম্যাচ। ১০৬টি গোলের সাথে করেছেন ১৭৪টি অ্যাসিস্ট।
সিটির ইতিহাসের সেরা সময়ে ডে ব্রুইনা খেলেছেন নিজের সেরা ফুটবলও। পেপ গার্দিলার দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে জিতেছে ৬টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই।
ক্রীড়াঙ্গন ডেস্ক 























