
ব্যতিক্রর্মী ঘটনা দেখা যায় ফুটবলে। এবার এক বিস্ময়কর ঘটনাই যেনো ঘটেছে। জীবিত একজন সাবেক খেলোয়াড়কে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন করেছে বুলগেরিয়ান ক্লাব আরদা কারজালি।
এই ঘটনা গত রোববারের। লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচের আগে সাবেক ফুটবলার পেতকো গানচেভের মৃত্যুতে শোক জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে আরদা কারজালির খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রতিপক্ষ দল লেভস্কির খেলোয়াড়রাও এতে অংশ নেন।
ম্যাচ শুরু হয় এরপর। যদিও ম্যাচ চলাকালীনই ঘটে নাটকীয় একটি ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজেই জানান পেতকো গানচেভ- তিনি সুস্থ ও জীবিত রয়েছেন! এতে চমকে ওঠে ফুটবল মহল।
এদিকে এই ঘটনার পরপরই বিবৃতি দিয়ে আরদা কারজালি দুঃখপ্রকাশ করেছে। ক্লাবটি জানায়, ‘আরদা ম্যানেজমেন্ট সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ ও তার পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিলাম। গানচেভের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি এবং আশা করি, তিনি আমাদের সাফল্য উপভোগ করবেন।’
এদিকে আরদার এই বিব্রতকর ভুলের দিন লেভস্কির বিপক্ষে ম্যাচটা তারা ড্র করেছে ১-১ গোলে।
ক্রীড়া ডেস্ক 
























