
ঢাকা: ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত নতুন সিনেমা ‘দাগি’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির তিন দিন পেরোতেই দর্শক আগ্রহ তুঙ্গে পৌঁছেছে, এমনটাই জানালেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল।
বুধবার (২ এপ্রিল) সংবাদমাধ্যমে শাহরিয়ার শাকিল বলেন, এই মুহূর্তে আমরা বলতে পারি ‘দাগি’ সুপারহিট। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির ৪ দিনের মাথায় আমরা বুঝতে পারি ‘তুফান’ সিনেমা ব্লক বাস্টার হিট। এ হিসেবেই ‘দাগি’ সুপারহিট।
শাহরিয়ার শাকিল আরও বলেন, ঈদের দিন কম বেশি সবার সিনেমাই ভালো ব্যবসা করে। তাই আমি বলবো, কোনো সিনেমা হিট হয়েছে কিনা জানতে ঈদের দিন কাউন্ট করলে হবে না। ঈদের দিন পেরোনোর পরও যদি কোন সিনেমা দর্শক আগ্রহে প্রেক্ষাগৃহে টিকে থাকে, হিট হতে সে বিষয়টি গুরুত্বপূর্ণ। আমি বলবো, ‘দাগি’ সিনেমা এখনও প্রেক্ষাগৃহে টিঁকে আছে।
এ প্রযোজক আরও বলেন, দুই বছর আগে ‘সুড়ঙ্গ’ আর ‘প্রিয়তমা’ প্রেক্ষাগৃহে লড়াই করে। এ বছরও ‘দাগি’ ও ‘বরবাদ’ সিনেমা লড়াই করছে। ঈদ উৎসবে দর্শকরা আগ্রহ নিয়ে ভালো সিনেমা দেখার জন্য টিকিট খুঁজছে।
দাগি সিনেমা সুপারহিট প্রসঙ্গে একটি উদাহরণ টেনে শাকিল বলেন, উত্তরায় সিনেপ্লেক্স নতুন হয়েছে। সেখানে ৩টি ভিআইপি শো আছে। যেগুলোর টিকিট প্রতি মূল্য ১২০০ টাকা। টিকিটের দাম বেশি হলেও দর্শকরা ‘দাগি’ সিনেমা দেখার জন্য টিকিট কিনছেন।
খুশির খবর দিয়ে তিনি বলেন, উত্তরার সিনেপ্লেক্সে ৩টি ভিআইপি শোই ‘দাগি’র দখলে। আগামীকালও একই অবস্থা থাকবে। অন্যান্য হলেও একই অবস্থা। ‘দাগি’র সব টিকিট বিক্রি হয়েছে। কোথাও কিন্তু টিকিট নেই। আমাদের এটাই চাওয়া ছিল, যা পূরণ হয়েছে।
সমাজের অন্ধ চোখ আর বন্ধ মগজ খুলে দেয়ার বার্তা নিয়ে নির্মিত হয়েছে ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমা দিন গড়ানোর সাথে সাথে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। দর্শক আগ্রহ থাকায় প্রেক্ষাগৃহে বাড়ানো হয়েছে ‘দাগি’ সিনেমার শোয়ের সংখ্যাও। তাই বড় পর্দাতেও আফরান নিশো সফল, বলছেন ভক্তরা।
আনন্দলোক প্রতিবেদক 























