ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা Logo দুর্গাপুরে ‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন  Logo শীতের গন্ধ, তাপমাত্রা কমছে প্রতিদিন দুই ডিগ্রি ঈশ্বরদীতে দোকানে উঠছে শীতের সোয়েটার-জ্যাকেট, কম্বল Logo পদ্মার চরজুড়ে চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’ Logo নীলফামারীতে চার দফা দাবী বাস্তবায়নে বিসিএস প্রভাষক পরিষদের মানবন্ধন ও সংবাদ সম্মেলন

বাংলাদেশি বংশোদ্ভূত জাতীয় দলে খেলতে আগ্রহী যারা

যুক্তরাষ্ট্রের ফুটবলে আলোড়ন তোলা দুই ভাই কুইন ও কাভান সুলিভান

বাংলাদেশ জাতীয় দলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছিলেন জামাল ভূঁইয়া। ২০১৩ সালে ডেনমার্কে জন্ম নেওয়া এই মিডফিল্ডারের অভিষেকের পর জাতীয় দলে সুযোগ পান ফিনল্যান্ডের তারিক কাজীও। তবে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সি গায়ে দেওয়া অতীতের সব উত্তেজনাকে ছাড়িয়ে গেছে। তার অভিষেকের পর বিশ্ব ফুটবলেও এই বিষয়টি আলোড়ন তুলেছে।

হামজা আসার আগেই বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা বাফুফের সঙ্গে যোগাযোগ করছিলেন। ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে হামজার অভিষেকের পর এই আগ্রহ আরও বেড়েছে।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, বর্তমানে ১৩টি দেশের ৩২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন। সবচেয়ে বেশি ১২ জন ইংল্যান্ডের। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইডেন, পর্তুগাল, জ্যামাইকা, সোমালিয়া, স্পেন ও অস্ট্রেলিয়াতেও রয়েছেন সম্ভাবনাময় ফুটবলার। এর মধ্যে ইংল্যান্ডের করিম হাসান স্মিথ, আশিকুর রহমান, ইলমান মতিন, হারুন সালাহ, নাবিল রহমান, ফ্রান্সের ফারহান মাহমুদ, কানাডার নাবিদ আহমেদ ও যুক্তরাষ্ট্রের আমির সামির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে হামজার অভিষেকের পর বাংলাদেশীদের আগ্রহ আরও বেড়েছে

এছাড়া যুক্তরাষ্ট্রের দুই যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভানও বয়সভিত্তিক দলে খেলার জন্য আলোচনায় রয়েছেন। তাদের মা বাংলাদেশি বংশোদ্ভূত, আর বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের বাবা ব্রেন্ডান সুলিভান ইতোমধ্যে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছেন।

বাফুফে জুনের শেষ সপ্তাহে ঢাকায় তিন দিনের ট্রায়ালের আয়োজন করবে। যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, তাদের এই ট্রায়ালে অংশ নিতে হবে। মূলত বয়সভিত্তিক দল শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই ফুটবলারদের খুঁজে বের করতে কাজ করছেন ডেনমার্কপ্রবাসী স্বেচ্ছাসেবক সাকিব মাহমুদ। তিনি জানিয়েছেন, ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে বের করছেন। বর্তমানে ৩৫ জনের একটি তালিকা প্রস্তুত হয়েছে, যা জুন পর্যন্ত আরও বাড়তে পারে।

এরইমধ্যে পাঁচজন বাংলাদেশে এসে ট্রায়ালে অংশ নিয়েছেন। ইতালির সিরি ‘ডি’-তে খেলা আবদুল কাদির ও ইংল্যান্ডের ইলমান মতিন সাফ অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেতে চেষ্টা করছেন। কানাডা থেকে এসেছেন ২০ বছর বয়সী ফারহান মিরাজ।

জাতীয় দলের জন্য আপাতত বিবেচনায় আছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত সোম। ২০১৬ ও ২০১৮ সালে কানাডার অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন তিনি, ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়েও দুটি ম্যাচ খেলেছেন। বাফুফে তাকে দলে পেতে আগ্রহী।

ফাহাদ করিম জানিয়েছেন, সামিত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন। তিনি সম্মতি দিলে দ্রুত তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হবে। তবে তিনি কানাডার জাতীয় দলে খেলায় ফিফার অনুমোদনের প্রয়োজন হবে, যা কিছুটা সময়সাপেক্ষ।

বাংলাদেশ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। তার আগেই সামিতের বিষয়টি চূড়ান্ত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বাংলাদেশের হয়ে খেলার জন্য তাকে আগ্রহ প্রকাশ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা

বাংলাদেশি বংশোদ্ভূত জাতীয় দলে খেলতে আগ্রহী যারা

Update Time : ০৭:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
বাংলাদেশ জাতীয় দলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছিলেন জামাল ভূঁইয়া। ২০১৩ সালে ডেনমার্কে জন্ম নেওয়া এই মিডফিল্ডারের অভিষেকের পর জাতীয় দলে সুযোগ পান ফিনল্যান্ডের তারিক কাজীও। তবে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সি গায়ে দেওয়া অতীতের সব উত্তেজনাকে ছাড়িয়ে গেছে। তার অভিষেকের পর বিশ্ব ফুটবলেও এই বিষয়টি আলোড়ন তুলেছে।

হামজা আসার আগেই বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা বাফুফের সঙ্গে যোগাযোগ করছিলেন। ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে হামজার অভিষেকের পর এই আগ্রহ আরও বেড়েছে।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, বর্তমানে ১৩টি দেশের ৩২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন। সবচেয়ে বেশি ১২ জন ইংল্যান্ডের। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইডেন, পর্তুগাল, জ্যামাইকা, সোমালিয়া, স্পেন ও অস্ট্রেলিয়াতেও রয়েছেন সম্ভাবনাময় ফুটবলার। এর মধ্যে ইংল্যান্ডের করিম হাসান স্মিথ, আশিকুর রহমান, ইলমান মতিন, হারুন সালাহ, নাবিল রহমান, ফ্রান্সের ফারহান মাহমুদ, কানাডার নাবিদ আহমেদ ও যুক্তরাষ্ট্রের আমির সামির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে হামজার অভিষেকের পর বাংলাদেশীদের আগ্রহ আরও বেড়েছে

এছাড়া যুক্তরাষ্ট্রের দুই যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভানও বয়সভিত্তিক দলে খেলার জন্য আলোচনায় রয়েছেন। তাদের মা বাংলাদেশি বংশোদ্ভূত, আর বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের বাবা ব্রেন্ডান সুলিভান ইতোমধ্যে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছেন।

বাফুফে জুনের শেষ সপ্তাহে ঢাকায় তিন দিনের ট্রায়ালের আয়োজন করবে। যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, তাদের এই ট্রায়ালে অংশ নিতে হবে। মূলত বয়সভিত্তিক দল শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই ফুটবলারদের খুঁজে বের করতে কাজ করছেন ডেনমার্কপ্রবাসী স্বেচ্ছাসেবক সাকিব মাহমুদ। তিনি জানিয়েছেন, ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে বের করছেন। বর্তমানে ৩৫ জনের একটি তালিকা প্রস্তুত হয়েছে, যা জুন পর্যন্ত আরও বাড়তে পারে।

এরইমধ্যে পাঁচজন বাংলাদেশে এসে ট্রায়ালে অংশ নিয়েছেন। ইতালির সিরি ‘ডি’-তে খেলা আবদুল কাদির ও ইংল্যান্ডের ইলমান মতিন সাফ অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেতে চেষ্টা করছেন। কানাডা থেকে এসেছেন ২০ বছর বয়সী ফারহান মিরাজ।

জাতীয় দলের জন্য আপাতত বিবেচনায় আছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত সোম। ২০১৬ ও ২০১৮ সালে কানাডার অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন তিনি, ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়েও দুটি ম্যাচ খেলেছেন। বাফুফে তাকে দলে পেতে আগ্রহী।

ফাহাদ করিম জানিয়েছেন, সামিত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন। তিনি সম্মতি দিলে দ্রুত তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হবে। তবে তিনি কানাডার জাতীয় দলে খেলায় ফিফার অনুমোদনের প্রয়োজন হবে, যা কিছুটা সময়সাপেক্ষ।

বাংলাদেশ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। তার আগেই সামিতের বিষয়টি চূড়ান্ত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বাংলাদেশের হয়ে খেলার জন্য তাকে আগ্রহ প্রকাশ করতে হবে।