
পাবনার সাঁথিয়া নন্দনপুর ইছামতি যুবকল্যাণ সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নন্দনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইঞ্জি: হৃদয় পারভেজের সভাপতিত্বে চুড়ান্ত এ প্রীতি খেলাটি উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুন নাহার খানম।

অনুষ্ঠিত প্রীতি ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন, গৌরিগ্রাম একাদশ বনাম নন্দনপুর একাদশ। খেলায় দুই শুন্য গোলে গৌরিগ্রাম একাদশ বিজয়ী হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক মীর নাজমুল বারী নাহিদ, নন্দনপুর ইউনিয়ন যুবদল সভাপতি রাতুল রানা, সুমন হোসেন প্রমূখ। ঈদের আমেজে পড়ন্ত বিকেলে দর্শকনন্দিত খেলাটি শত শত ফুটবলপ্রেমিরা উপভোগ করেন।
সাঁথিয়া প্রতিবেদক 



















