ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন সনোজ। যদিও তা খারিজ হয়ে যায়। অভিযোগ ওঠে এক তরুণীকে অভিনয়ের টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি।
অভিযোগকারী তরুণীর দাবি, ২০২০ সালে টিকটকে তার সঙ্গে আলাপ হয় সনোজের। সেই সময়ে তিনি ঝাঁসিতে থাকতেন। ২০২১ সালে ১৭ জুন এই পরিচালক তাকে ফোন করেন এবং ঝাঁসি স্টেশনে আসতে বলেন। তরুণী দাবি করেছেন, তিনি প্রথমে রাজি হননি।
কিন্তু সেই সময়ে পরিচালক তাকে আত্মহত্যা করবেন বলে ব্ল্যাকমেইল করেছিলেন। সেই ভয়ে তরুণী পরিচালকের সঙ্গে দেখা করেন বলে দাবি। তিনি আরও অভিযোগ করেছেন, এরপর তাকে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন সনোজ। এমনকী, তার আপত্তিকর ছবি এবং ভিডিও তুলে হুমকিও দিতে থাকেন রোজ। তরুণী এই বিষয়ে মুখ খুললে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পরিচালক।
আনন্দলোক ডেস্ক 
























