
পাবনার সাঁথিয়ায় ব্রয়লার মুরগী ক্রয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে ৭জনসহ উভয় পক্ষের ১২জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের ছোট নাড়িন্দা গ্রামে। এ ব্যাপারে নারিন্দা গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে ৮জন নামীয় ও অজ্ঞাত আরও ১৫/২০জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে প্রতিপক্ষের শামীম বাদী হয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় অপরপক্ষের ৪/৫ জন আহত হয়েছে বলেও জানান পুলিশ।
অভিযোগ ও স্থানীয়সুত্রে জানা গেছে, উপজেলার সেলন্দা বাজারে মোমিনের মুদিখানা দো্কানে ব্রয়লারের মুরগী ক্রয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সজিব,মনিরুল,বিনাই, শামীম, সোহেল রানা,বাবু, মোস্তফা, শান্ত, আবুসামাসহ ১৫/২০জনের একটি দল লোহার রড হাতুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে জিয়াউর রহমানকে পিটিয়ে চাকু দিয়ে চোখ তুলে নেয়ার চেস্টা করে। এসময় তার ডাকচিৎকারে চাচাতো ভাই রায়হান এগিয়ে এলে তাকেও হাতুরি পিটিয়ে নাকের হাড্ডি ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। পর্যায়ক্রমে হামলায় কালাম ও তার ভাই হাবুল সরকার,আজমতসহ ৭জন আহত হয়। আহতদের মধ্যে জিয়াউর রহমান ও রায়হানের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি তদন্ত আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যস্থা গ্রহণ করা হবে।
সাঁথিয়া প্রতিবেদক 


















