
পাবনার ঈশ্বরদীতে মানববন্ধনে বেঁধে দেওয়া সময় সূচির মধ্যে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল ও মামলা প্রত্যাহার না হওয়াসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে এবার স্মরকলিপি হস্তান্তর ও মৌন মিছিল করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ‘ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের’ ব্যানারে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা জ্বালানি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের হাতে এ স্মরকলিপি হস্তান্তর করা হয়।
স্মরকলিপিতে ঈশ্বরদীতে নেসকো’র প্রিপেইড মিটার বন্ধ করা, ২০১ বিদ্যুৎ গ্রাহকে নামে মামলা প্রত্যাহার, নেসকো’র নির্বাহী প্রকৌশলী আব্দুন নুরের অপসারণসহ মিটার রিডার নজরুল ইসলামের শাস্তি দাবি চেয়েছেন।
এসব দাবি মানা না হলে পর্যায়ক্রমে আরও কঠিন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান নেতৃবৃন্দ। সব কর্মসূচিই পালন করা হবে শান্তিপূর্ণ ভাবে।
স্মারকলিপি কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব আশিকুর রহমান লুলু, বীর মুক্তিযোদ্ধা পি এম আজাদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, বর্তমান সভাপতি আজিজুর রহমান শাহীন, সহ-সভাপতি ও সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল ওমর সুমার খান, বার্তা সম্পাদক আমিনুর রহমান স্বপন, নোঙর সংগঠনের মূখ্য সমন্বয়ক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, ঈশ্বরদী সচেতন নাগরিক ফোরামের আহবায়ক সহকারী অধ্যাপক আ.ফ.ম রাজিবুল আলম ইভান, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, সহ- সম্পাদক আতাউর রহমান বাবলু, কলাম লেখক সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, ঈশ্বরদী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম রন্জু, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবে সহ- সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি রেজাউল করিম ফেরদৌস, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আকরাম রায়হান বাবু, সাংবাদিক শাহীনুর রহমান বাঁধন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি, আরিফুল ইসলাম জারিফ, সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন স্বপন, রাগিব আহসান রিজভী, আহসান হাবিব, মোয়াজ বিন মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য, গত (২৯ অক্টোবর ) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকেরা প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করে। ঘেরাও কর্মসূচি শেষে নেসকো কর্তৃপক্ষ লিখিতভাবে অঙ্গীকার করে যে ঈশ্বরদীতে আর কোনো প্রিপেইড মিটার স্থাপন করা হবে না এবং ইতিপূর্বে লাগানো সব মিটারও পাল্টে দেওয়া হবে। এর পরদিন (৩০ অক্টোবর ) প্রকৌশলীকে হেনস্তা, নেসকো অফিস ভাঙচুর ও ক্ষতির অভিযোগে নেসকোর নির্বাহী প্রকৌশলী ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী পাকশী রেলওয়ে কলেজের শিক্ষক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলমসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। প্রিপেড স্থাপন বন্ধ ও মামলার প্রতিবাদে ফুঁসে উঠে গ্রাহকরা। এরপর গত ২ নভেম্বর ঈশ্বরদীতে প্রিপেইড মিটার প্রতিস্থাপন বিরোধী আন্দোলনকারী ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে নেসকোর নির্বাহী প্রকৌশলীর মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকসহ বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনতা । এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নেসকোকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
আলমাস আলী, ঈশ্বরদী প্রতিবেদক 

















