
নীলফামারীর সৈয়দপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সবিতা রানী (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ অক্টোবর সোমবার সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গী গগণ পাড়া এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবিতা ওই গ্রামের নিখিল চন্দ্র রায়ের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা তার ঘরে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
জহুরুল ইসলাম সৈয়দপুর( নীলফামারী) প্রতিবেদক 

















