
শুক্রবার(৭ ই নভেম্বর) বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড়ে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অতিথি বরণ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন-আহবায়ক মো. আনিসুল হক বাবু, যুগ্ম আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুন্নবী স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. ইউসুফ আলী মোল্লা, পাবনা জেলা বিএনপির সদস্য মুসাব্বির হোসেন সন্জু, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক যুগ্ন-আহবায়ক হাসিবুর রহমান হাক্কে মন্ডল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপির নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও কর্মী সমাবেশের সভাপতি করেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ সুলভ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান মুকুল।
আলমাস আলী, ঈশ্বরদী প্রতিবেদক 


















