
চাকুরী দেওয়ার নামে ৭৭ লাখ ৬৪ হাজার ৩৩২ টাকা পকেটস্থ করার অভিযোগে মাহাবুল হাসান ওরফে মিন্টু (৪৫) নামোর এক প্রতারককে আটক করছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ৫ নভেম্বর রাতে নীলফামারীর চড়াইখোলা পুর্ব কেরানী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃতের বাবার নাম আজাহার আলী বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায় গত ৩ নভেম্বর চাকুরী দেয়ার নামে চিরিরবন্দর নশরতপুর এলাকার মোঃ আফতাব উদ্দিনের ছেলে মোঃ মহসীন আলী (৩৭) সহ ৯৫ জনের কাছে মোট ৭৭ লাখ ৬৪ হাজার ৩৩২ টাকা হাতিয়ে নেয় মাহাবুব হাসান মিন্টু। এনিয়ে প্রতারনার শিকার হওয়া ভুক্তভোগীরা নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করেন গোয়েন্দা পুলিশ। অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পেয়ে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ মাহাবুল হাসান ওরফে মিন্টু (৪৫) কে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন জানান, ৫ নভেম্বর রাতে অভিযান পরিচালনা করে মিন্টুকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে সে একাধিক যুবককে উত্তরা ইপিজেড এ জাপানীজ (YKK) কোম্পানীতে চাকুরী দেয়ার কথা বলে ব্যাংক, বিকাশ, নগদ ও রকেট এর মাধ্যমে মোট ৭৭ লাখ ৬৪ হাজার ৩৩২ টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেন । আটককৃত মাহাবুল হাসান ওরফে মিন্টু বিরুদ্ধে নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলায় নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
জহুল ইসলাম সৈয়দপুর, নীলফামারী থেকে 





















