
এখনও নাকি ঐশ্বর্যা রাইকে ভুলতেই পারেননি সালমান খান। বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের। কিন্তু মনে থেকে গিয়েছে পুরনো প্রেম। এমন দাবি অবশ্য সালমানের অনুরাগীদের। তার কারণ, একটা সময়ে সালমান ও ঐশ্বর্যার রসায়নে মুগ্ধ ছিলেন তাঁরা।
‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং থেকে প্রেম শুরু সালমান ও ঐশ্বর্যার। সেই প্রেম নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। ঐশ্বর্যার প্রেমে নাকি সেই সময়ে ডুবে ছিলেন সালমান । এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। ভেঙে যায় সেই সম্পর্ক। কেন বিয়ের পরিকল্পনা পর্যন্ত পৌঁছে গিয়েও সম্পর্ক ভেঙে গিয়েছিল? জানিয়েছিলেন সালমানের ভাই আরবাজ় খান।

বিয়ের জন্য নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না ঐশ্বর্যা। সেই কারণেই নাকি সালমানের সঙ্গে সম্পর্কে চিড় ধরে। নব্বইয়ের দশকে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পরে পর পর ছবিতে অভিনয় করছিলেন ঐশ্বর্যা। সেই সময়ে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ ছিলেন দর্শক। তাঁর কেরিয়ারও ছিল ঊর্ধ্বমুখী। তাই তখনই বিয়ে করতে চাননি ঐশ্বর্যা। অন্য দিকে, সালমান বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন।

আরবাজ় জানিয়েছিলেন, সলমনের ভাবমূর্তি নিয়েও নাকি ঐশ্বর্যার পরিবারে সমস্যা ছিল। অভিনেত্রীর বাবার ধারণা ছিল, মহিলাদের সঙ্গে সালমানের ওঠাবসা একটু বেশিই। তাই সলমনকে জামাই হিসেবে মেনে নিতে আপত্তি ছিল তাঁরও। আর অন্য দিকে, কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বর্যা। সংসারে মন দিতে চাননি তখন।
সম্পর্কে চিড় ধরার পরে নাকি ভেঙে পড়েছিলেন সালমান। রাগের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারতেন না তিনি। অল্পেই চটে যেতেন। এক বার ছবির সেটেও নাকি ঐশ্বর্যার উপর চিৎকার-চেঁচামেচি করেছিলেন তিনি। এমনকি একটি ছবি থেকে ঐশ্বর্যাকে বাদ পড়তে হয়েছিল সালমানের জন্যই।
আনন্দলোক ডেস্ক 























