
রংপুরে চিড়িয়াখানার ভেতরে অবস্থিত শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বেলা একটা দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তবে শিশুটির পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিড়িয়াখানার কিউরেটর ডা: ওমর ফারুক বলেন, শিশুটি তার মা ও বাবার সঙ্গে চিড়িয়াখানার ভেতর শিশু পার্কের ভিতরে দোলনার কাছে দাঁড়িয়ে ছিল। ট্রেন চলন্ত অবস্থায় একবার ঘুরে যখন দ্বিতীয়বার ঘুরে যাচ্ছিলো ঠিক সেই সময় হঠাৎ শিশুটি মায়ের হাত ছেড়ে ট্রেনের ভেতরে চলে যায়। পরে গুরুতর আহত শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি মা-বাবার সঙ্গে লালমনিরহাট বড়বাড়ি এলাকা থেকে এসেছিল বলে জানা গেছে। তবে এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্কতা অবলম্বন করা উচিত।
এদিকে ঘটনার পরপরই শিশুটির পরিচয় ও বিস্তারিত জানতে হাসপাতালে গিয়েও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে তড়িঘড়ি করে মরদেহ নিয়ে চলে যান অভিভাবকরা। এমনকি হাসপাতাল থেকে ডেড সার্টিফিকেটও সংগ্রহ করেননি তারা।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঘটনার জানারপরপরই পুলিশের একটি টীম সেখানে পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং রংপুর মেডিকেলেও তাদের পাওয়া যায়নি। যার কারনে তাদের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রংপুর প্রতিবেদক 



















