
সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতি জাকির হোসেন মেননের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল সারে ৪টায় প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষক ও কর্মচারীর আয়োজনে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র শিক্ষক কাজী আসাদুজ্জামান স্বাধীন লিখিত বক্তব্যে জানান, গতবছরের ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকার পতনের পর, ৮ আগষ্ট লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের পাসওয়ার্ড হ্যাক করার মাধ্যমে জাকির হোসেন মেনন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের ক্লাব সভাপতি দাবি করেন এবং ৪২ জন ক্লাব সদস্যকে ড্রপ আউটের মাধ্যমে পরিবার তান্ত্রিক ক্লাব তৈরি করেন। এছাড়াও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের কর্তৃত্ব হাতে নিয়ে নানা রকম দুর্নীতি চালিয়ে আসছেন। গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.সৈয়দপুরের পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি মোঃ শফিয়ার রহমান সরকার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মসিউর রহমান এর অনিয়ম ও দূর্নীতির কারণে এক উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। উক্ত উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য স্থানীয় উপজেলা প্রশাসন, থানার ওসি, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, অভিভাবক ও ছাত্র-শিক্ষকগণের সমন্বয়ে লায়ন্স অডিটরিয়ামে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ৩১৫এ২ এর সভাপতি মোঃ জাকির হোসেন মেনন, দূর্নীতি পরায়ন প্রাক্তন পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শফিয়ার রহমান সরকার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাৎক্ষণিক প্রত্যাহার করে নেন।
ক্লাব সভাপতি , সাধারন সম্পাদক ও ট্রেজারারসহ অন্যান্য কর্মকর্তা এবং সদস্যগণের উপস্থিতি ও সকলের সম্মতিক্রমে উপজেলা নিবাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীকে সভাপতি (ভারপ্রাপ্ত) ও মজিবর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘোষণা করা হয়।
কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসন, থানার ওসি, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ১৭০ শিক্ষক কর্মচারী, বেতন ভাতার ফাইলে স্বাক্ষর না করে, কালক্ষেপন করছেন লায়ন্স ক্লাব সৈয়দপুরের সভাপতি মেনন। ফলে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করেও শিক্ষা কার্যক্রমে চালিয়ে যাচ্ছি। এমতাবস্থায় আগামী ২৪ ঘন্টার মধ্যে সুষ্ঠ সমাধানের জন্য প্রশাসন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অভিভাবকগণসহ সৈয়দপুরবাসীর কাছে আমরা সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেননের সাথে মুঠে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবর রহমান চৌধুরী ,সিনিয়র শিক্ষক ফেরদৌসআরা ,কলেজ প্রভাষক মোঃ সজ্জাদ হোসেন, প্রভাষক আব্দুল মান্নান সহ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
Reporter Name 



















