
গাজার রাফা ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে।
আইডিএফ জানিয়েছে, রাফায় তারা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করছিল, তখনই গুলি চালানো হয়েছে তাদের ওপর। যে কারণে তারা এটিকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হিসেবে দেখছেন এবং কঠোর প্রতিক্রিয়ার হুশিয়ারিও দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় হামাস বলেছে, তারা হামলার বিষয়ে অবগত নয়। কেননা, তারা যুদ্ধবিরতি চুক্তি মানতে বদ্ধ পরিকর। বরং হামাস মনে করছে- ইসরায়েল নিজেই চুক্তি ভঙ্গ করে মিথ্যা অজুহাত তুলছে।
এদিকে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত আটজন নিহত হয়েছে।
আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গাজার আল-জাওয়াইদা শহরে বিমান হামলায় ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে গাজার ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, যুদ্ধবিরতির প্রথম ধাপে জীবিত সব ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছে। তবে মৃত জিম্মিদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মরদেহ ফেরত দিয়েছে হামাস।
Reporter Name 





















