
এইচএসসি পরীক্ষার সদ্য ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি। অর্থাৎ এবার সেই সংখ্যা বেড়েছে আরও ২৩টি কলেজে। এরমধ্যে রংপুর জেলার ৪ কলেজের একজন পরিক্ষার্থীও পাস করেননি।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুত্রে জানা যায়।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ জন, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর হাই স্কুল ও কলেজের ৪ জন, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল ও কলেজের ১ জন, গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজের ১ জন পরিক্ষায় অংশ নেন। এরমধ্যে সবাই ফেল করেছে কেউই পাস করেননি।
জানা গেছে, ৪৩টি কলেজ থেকে ১৮২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। এর মধ্যে নীলফামারী জেলার ১০টি কলেজের ৪০ জন, কুড়িগ্রামের ৯টি কলেজের ৫৪ জন, ঠাকুরগাঁওয়ের ৬ কলেজের ২৫ জন, লালমনিরহাটে ৫ কলেজের ১৪ জন, রংপুরের ৪ কলেজের ১৫ জন, দিনাজপুরের ৪ কলেজের ১৭ জন, পঞ্চগড়ের ৩ কলেজের ১১ জন ও গাইবান্ধা জেলার ২ কলেজের ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, তাঁর কলেজ থেকে এবারে ৯ জন পরিক্ষায় অংশ নিয়েছে। তারা কেউ পাস করতে পারেননি। ৯ জনের মধ্যে ৫ জন এক বিষয়ে ফেল করেছে। অন্য ৪ জন অধিক বিষয়ে ফেল করেছে। যারা এক বিষয়ে ফেল করেছে তাদের ফলাফল পুন:নিরীক্ষণের জন্য আবেদন করা হবে।
রংপুর প্রতিবেদক 



















