
পাবনার সাঁথিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ আয়নাল হকের পুত্রবধু আশা খাতুন কে ধর্ষণ করার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে শিল্পী পলাশ সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পুত্রবধুর ইজ্জত ও পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা রক্ষায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের প্রধান আয়নাল হক। এদিকে একজন শিল্পী কর্তৃক গৃহবধূকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আয়নাল হক বলেন, দীর্ঘদিন যাবৎ পলাশ সরকারের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছে। উক্ত ঝামেলার পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর (বুধবার) সন্ধায় ঝগড়ার সৃষ্টি হলে একপর্যায়ে অভিযুক্ত পলাশ সরকার, সালাম ও নুর ইসলাম আমার পরিবারের লোকজনকে মারধর করে। এসময় অভিযুক্ত পলাশ সরকার আমার পুত্রবধু আশা কে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার হুমকি প্রদান করেন। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি।
এবিষয়ে অভিযুক্ত শিল্পী পলাশ সরকার বলেন,মিথ্যা অভিযোগ এনে আমার মানহানী করা হচ্ছে। এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাঁথিয়া,(পাবনা) প্রতিবেদক 



















