
শিক্ষকদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ এবং শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে পাবনার সাঁথিয়ায় স্কুল ও কলেজের শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা গেটের সামনে সাঁথিয়ার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
জোড়গাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিতত্বে এবং দাড়ামুদা স্কুল এন্ড কলেজের শিক্ষক নাছির উদ্দিন এর পরিচালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনসুর আলী, জোড়গাছা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস, সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান, সহকারী অধ্যাপক আশরাফ আলী, দৌলতপুর ইমাম হোসাইন একাডেমির শিক্ষকআনসার আলী, দাড়ামুদা স্কুল এন্ড কলেজের শিক্ষক ইউনুস আলী প্রমুখ।
এ সময় শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপন বাতিল করে অনতিবিলম্বে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মূল বেতনের ৭৫ শতাংশ হারে উৎসব বোনাস প্রদানের আহ্বান জানান। কেন্দ্রীয় ঘোষিত শিক্ষকদের দাবি আদায়ের যে কোনো কর্মসূচি সাঁথিয়ার শিক্ষকরা পালন করবে।
পাবনা প্রতিবেদক 


















