
ঢাকা: ডিপিএল খেলতে হয়ে অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল হার্টে রিং পরানোর চার দিন পর ছাড় পেলেন হাসপাতাল থেকে। শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ওপেনার।
তবে খুব দ্রুতই ফের একই হাসপাতালে আসতে হবে তামিমকে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পাশাপাশি দাঁতের চিকিৎসার জন্য শনিবারই তাকে হাজির হতে হবে হাসপাতালে। আর বাড়িতে থাকা অবস্থায় ডাক্তারদের সাথে সবসময় যোগাযোগ বজায় রাখতে হবে তিন ফরম্যাটে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশী ব্যাটার তামিম।
চলতি সপ্তাহে বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের টসের পরই বুকে হালকা ব্যথা অনুভব করেন তামিম। ফিল্ডিংয়ের সময় আবারও বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরিত করার পর তাৎক্ষণিক জরুরি চিকিৎসা দেওয়া হয়।
ঢাকায় এসে চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সের ব্যবস্থাও করা হয় দ্রুত। তবে তামিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তাররা ভ্রমণ করার মত অবস্থানে নেই বলে জানান। ফলে দ্রুত সিদ্ধান্তের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তামিমের হার্টে রিং পরানো হয়।
এর পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে তামিমের তিন মাস সময় লাগবে। তবে কিছুটা সুস্থ হওয়ার পর টুকটাক কাজ ও হাঁটাচলা করতে সমস্যা হবে না তার।
ক্রীড়াঙ্গন প্রতিবেদক 























