এক সপ্তাহের অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রায় চার কোটি টাকার পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়ার সুলনতানপুরের ৬০ ব্যাটালিয়নের জোয়ানরা। গত ৫ নভেম্বর থেকে (১২ নভেম্বর) নাগাদ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কসবা, কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে অভিযান চালিয়ে তিন কোটি টাকার শাড়িসহ বিভিন্ন পোশাক ও এক কোটি টাকার খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
তিনি আরো জানান, এ ছাড়া কসমেটিকস, ওষুধ, মদ, গাঁজা ইত্যাদি জব্দ করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত কয়েকটি যানবাহনও আটক করা হয়। সীমান্তে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
১২/১১/২০২৫
০১৭২৯৭৪১২৯৫