শ্রীমঙ্গল থানা পুলিশের এক অভিযানে কার্ডিয়ার সার্ভিস অফিস থেকে প্রায় ১১ লাখ টাকার বিদেশি সিগারেট, কসমেটিক দ্রব্য ও ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক চোরাচালান চক্রের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার মৌলভীবাজার রোডে অবস্থিত একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে পুলিশ এ সাফল্য অর্জন করে।
জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ৯০ হাজার শলাকা বিদেশি সিগারেট, ৫০০ মিলিলিটারের ৩০টি বোতল কেও-কার্পিন অলিভয়েল তেল, ১২টি নিভিয়া সফট লাইট ময়েশ্চারাইজিং ক্রিমের কৌটা এবং ১৫০ কেজি ওজনের ৫ বস্তা কে.এস. গোল্ড ব্র্যান্ডের ভারতীয় জিরা। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ১০ হাজার টাকা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং এসআই (নিরস্ত্র) বাবলু কুমার পালের নেতৃত্বে এ অভিযান সফলভাবে পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামি আব্দুল কাইয়ুম (২০) স্থানীয় একটি টি হাউজের কর্মচারী। পুলিশের ধারণা, সে ও তার সহযোগীরা একটি সংগঠিত চোরাচালান চক্রের সদস্য, যারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে উৎপাদিত পণ্য বাংলাদেশে আমদানি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে সরবরাহ করছিল।
অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, জব্দকৃত পণ্যের ব্যাপারে ব্যক্তি কোনো বৈধ দলিল দেখাতে পারেনি। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃতসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যাক্তিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।