
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে প্রার্থী ঘোষণার পর বিএনপির তৃণমূলে ছড়িয়ে পড়েছে নতুন উদ্দীপনা। দীর্ঘ প্রতীক্ষার পর দল-মনোনীত প্রার্থীকে ঘিরে এখন বইছে উচ্ছ্বাস, চলছে শুভেচ্ছা বিনিময়, বেড়ে গেছে প্রচার-প্রচারণা। ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে দুই উপজেলার সদর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ ধীরে ধীরে প্রশমিত হচ্ছে, বাড়ছে ঐক্যের আহ্বান। কেন্দ্রীয় নেতৃত্বও মাঠপর্যায়ে সবাইকে মিলেমিশে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন বলে আরও সরগরম হয়ে উঠেছে বিএনপির তৃণমূল।
দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জ্বলপনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন বিএনপির প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে তাঁর নাম ঘোষনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। পরে রাজশাহী শাহ্মুখদুম বিমান বন্দর থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়। এসময় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সেখানে স্বাগত বক্তব্য দেন তিনি।
তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান মোমিনুল হক মমিন বলেন, মরহুম ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন এ আসনে মনোনয়ন পাওয়ায় আনন্দ উল্লাসে ভাসছে বিএনপির তৃনমুল। ধানের শীষ হচ্ছে আশা ও অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগনের ভোটে এই এলাকার উন্নয়ন ও গনতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তানোর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ডা. মো. মিজানুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সকল নেতাকর্মীরা সব ধরণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছেন। কেউ আর ঘরে বসে নেই। বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন স্যারের ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শুরু হয়েছে। কোন ভাবেই এ আসনে বিএনপির বিজয় ঠেকানো সম্ভব নয় বলে জানান তরুণ এই নেতা।
রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব তানোর পৌর এলাকার আকচা হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন পাওয়ার আশা নিয়ে রাজশাহী-১ আসনে তিনি সহ ১০ জন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী মাঠে কাজ করেছেন। কিন্তু তাঁকে মনোনয়ন দেয়া হয়নি। সংসদীয় এ আসনে সোমবার ৩ নভেম্বর মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এ অবস্থায় দল মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন তিনি ও তার অনুসারী নেতাকর্মী আর সমর্থকগণ।
এব্যাপারে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন বলেন, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগনকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বিএনপি দেশের সর্ববৃহৎ একটি বড় দল। আর বড় দলে একাধিক নেতা মনোনয়ন চাইবে এটাই স্বাভাবিক। তবে দল একজনকেই মনোনয়ন দিবেন এটাও ঠিক। তাই যারা মনোনয়ন চেয়েছিলেন সকলেই বিএনপির নেতা। আমি সকল পর্যায়ের নেতাকর্মীকে আহ্বান জানায়, আসুন আমরা কাধে কাধ মিলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করি বলে জানান তিনি। ই/দদ
তানোর ( রাজশাহী) প্রতিবেদক 


















