
শনিবার রাতে শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হান, গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার অর্থ সম্পাদক আব্দুস সাত্তার এবং যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আরিফ হোসেন।
এসয় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনে প্রার্থীতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন।
হারুনুর রশিদ বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে গণঅধিকার পরিষদ বদ্ধপরিকর। শ্রীমঙ্গলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”
সভায় স্থানীয় সাংবাদিক ও গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।