
মোবাইল-ই জীবনের কাল হলো আটঘরিয়া উপজেলার খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণির ছাত্রী জ্যামির। স্কুলে মোবাইল এনে কথা বলায় শিক্ষিকার শাসনের ফলে মনের দুঃখে বিষ পান করলে রাজশাহী মেডিকেল হাসপাতালে ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ৯ নভেম্বর তার মৃত্যু ঘটে।
জানা গেছে আটঘরি উপজেলার মাঝপাড়া ইউনিয়নের হাতিগাড়া গ্রামের ও খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী জ্যামি ঘটনার দিন টাচ মোবাইল নিয়ে স্কুলে এসে কারো সাথে কথা বলছিল। এ সময় স্কুলের দুই শিক্ষিকা তা দেখে জ্যামিকে ডেকে নিয়ে শাসন করে এবং উচ্চবাচ্য কথাবার্তা বলে। এতে জ্যামি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরে সবার অজান্তে বিষ পান করলে তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ দিন যাবত মৃতুর সাথে পাঞ্জা লরে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে ৯ নভেম্বর তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় জ্যামির স্বজনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও স্কুলের অনেকের ধারণা জ্যামি তার বয়ফ্রেন্ডের সাথে প্রেমালাপের কথা শুনেই স্কুলের শিক্ষিকারা জ্যামিকে শাসন করে এবং জ্যামি তা সহ্য করতে না পেরে বিষ পান করে।
আটঘরিয়া(পাবনা) প্রতিবেদক 

















