
রাজশাহী তানোর উপজেলার অনুষ্ঠিত হয়েছে উচ্চফলনশীল ও স্বল্প মেয়াদী নতুন ধানের জাত “ব্রি ধান-১০৩-এর মাঠ দিবস।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সোমবার (১০ নভেম্বর) বিকেলে আমন ২০২৫ মৌসুমে উপজেলার কুজিশহর গ্রামে স্থাপিত প্রদর্শনী মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের চীফ সাইন্টিফিক অফিসার (সিএসও) এবং প্রধান ড. মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রি রাজশাহী ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাপস কুমার, বৈজ্ঞানিক কর্মকর্তা সুমনা হক, তানোর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল, জাতীয় পদকপ্রাপ্ত আদর্শ কৃষক নূর মোহাম্মদ সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ব্রি ধান-১০৩”একটি উচ্চফলনশীল, স্বল্প মেয়াদী ও রোগ-পোকা প্রতিরোধী জাত। এর উৎপাদন অন্যান্য জাতের তুলনায় বেশি হওয়ায় কৃষকরা একই জমিতে বছরে একাধিক ফসল ফলাতে পারবেন। দানার মান উন্নত, আকর্ষণীয় এবং বাজারে এর চাহিদা ক্রমবর্ধমান। এসময়ে স্থানীয় কৃষকরা মাঠে ফলন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তাদের মতে, এই ধানে সময় ও খরচ কম হলেও ফলন বেশি হওয়ায় লাভজনক হচ্ছে। এক কৃষক বলেন, “ব্রি ধান-১০৩ আমাদের জন্য আশীর্বাদ। কম সময়ে বেশি ফলন পেয়ে আমরা খুশি।”
কৃষি কর্মকর্তাদের ধারণা, ব্রি ধান-১০৩ দেশের আমন মৌসুমে সম্ভাবনাময় এক জাত হিসেবে নতুন দিগন্ত খুলে দেবে। এটি কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
Reporter Name 


















