
মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থা (শাটডাউন) অবসানে এখনও কোন সমঝোতা হয়নি। সপ্তাহান্তে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোন অগ্রগতি হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিনেট রোববার (৯ নভেম্বর) একটি অধিবেশন ডেকে সমাধানের নতুন চেষ্টা করবে। ইতোমধ্যে এই অচলাবস্থা টানা ৩৯ দিনে গড়িয়েছে। এর ফলে ফেডারেল কর্মচারীরা বেতনহীন, বিমান চলাচলে বিঘ্ন, এবং লাখ লাখ আমেরিকানদের খাদ্য সহায়তা বিলম্বিত হচ্ছে।
শনিবারের অধিবেশন শুরু থেকেই জটিল হয়ে ওঠে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ডেমোক্র্যাটরা ‘সাশ্রয়ী মূল্যের যত্ন আইন’ এর আওতায় মেয়াদোত্তীর্ণ স্বাস্থ্যবিমা ভর্তুকির মেয়াদ এক বছর বাড়ানোর দাবি জানাচ্ছে।
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় রিপাবলিকান সিনেটরদের আহ্বান জানিয়েছেন, বিমা কোম্পানিগুলোর জন্য বরাদ্দ অর্থ সরাসরি জনগণের হাতে পৌঁছে দিতে, যাতে তারা নিজেদের পছন্দমতো স্বাস্থ্যসেবা নিতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৪০ লাখ মানুষ এই ভর্তুকির ওপর নির্ভরশীল। কংগ্রেস যদি ভর্তুকির মেয়াদ বাড়াতে ব্যর্থ হয়, তবে আগামী বছর এসব বিমা প্রিমিয়াম গড়ে দ্বিগুণেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেমোক্র্যাটরা বলছেন, সরকার পুনরায় চালু করার আগে স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণে সমঝোতা জরুরি। অন্যদিকে রিপাবলিকানদের অবস্থান—প্রথমে সরকার চালু, পরে আলোচনার বিষয় স্বাস্থ্যনীতি।
নতুন সমাধান প্রস্তাবের চেষ্টা
মধ্যপন্থী সদস্যদের সঙ্গে আলোচনার নেতৃত্ব দেওয়া নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্র্যাট সিনেটর জিন শাহীন জানান—ডেমোক্র্যাটরা এখন আরেকটি পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। আলোচনায় এমন একটি বিলের খসড়া তোলা হচ্ছে যা সরকারের কিছু গুরুত্বপূর্ণ খাত যেমন—খাদ্য সহায়তা, ভেটেরান্স প্রোগ্রাম, আইনসভা—চালু রাখবে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত, তবে স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণে শুধু ভোটের প্রতিশ্রুতিই থাকবে, নিশ্চিত অনুমোদন নয়।
তবে এই প্রস্তাবে পর্যাপ্ত ডেমোক্র্যাট সমর্থন পাবেন কি না, তা অনিশ্চিত। ট্রাম্পও প্রকাশ্যে জানিয়েছেন, তিনি স্বাস্থ্যসেবা ভর্তুকির সম্প্রসারণ সমর্থন করেন না। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও জানিয়েছেন, তিনি স্বাস্থ্যভোটে অঙ্গীকার দিতে রাজি নন।
রিপাবলিকানদের এখন ৫৩-৪৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তবে কোন আইন পাসের জন্য প্রয়োজন ৬০ ভোট।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের সপ্তাহান্তের অধিবেশনকে অত্যন্ত অস্বাভাবিক বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে শনিবার দিনভর কোনও ভোট অনুষ্ঠিত হয়নি, কারণ রিপাবলিকানরা ভোটে না যেতে চায় যতক্ষণ না তারা নিশ্চিত হয় যে প্রস্তাব পাসের মতো পর্যাপ্ত ভোট পাবে।
ট্রাম্প পুনরায় ফিলিবাস্টার নীতি বাতিলের আহ্বান জানিয়েছেন, যাতে সরল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইন পাস করা যায়। তবে রিপাবলিকান নেতারা আশঙ্কা করছেন, ভবিষ্যতে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে এই নিয়ম তাদের বিপরীতে কাজ করতে পারে।
সিনেটের রিপাবলিকান নেতা জন থুন এখন এমন একটি দ্বিদলীয় প্যাকেজ প্রস্তাবের দিকে তাকিয়ে আছেন, যা মধ্যপন্থী ডেমোক্র্যাটদের ধারণার কাছাকাছি। আগামী কয়েক দিনের মধ্যে এ নিয়ে পরীক্ষামূলক ভোট হতে পারে।
সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার শনিবার বলেন, কিছু না করা মানে মানুষকে দেউলিয়া হতে দেওয়া, তাদের স্বাস্থ্যবিমা হারানো এবং একটি মানবিক সংকট সৃষ্টি করা।
আন্তর্জাতিক ডেস্ক 


















