
গভীর রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও সৈয়দপুর শহরের ১৪ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান তৌহিদি (৩৩) আটক হয়েছেন।
শনিবার গভীর রাতে সৈয়দপুর শহরের বাঁশবাড়ি মহল্লায় তার নিজ বাড়ি থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইমরান তৌহিদি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় একজন এজহারভুক্ত আসামী। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃমনিরুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩ টার দিকে পুলিশ ইমরান তৌহিদির বাড়ি ঘিরে ফেলে। গ্রেপ্তার এড়াতে ইমরান বাড়ির ৩ তলা থেকে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করেন। এতে তিনি সামান্য আহত হন। পরে আহত ইমরান তৌহিদিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: ওয়াদুদ জানান, এজাহারভুক্ত আসামী ইমরান তৌহিদি পলাতক ছিলেন। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাঁকে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়।
জহুরুল ইসলাম সৈয়দপুর( নীলফামারী) প্রতিবেদক 


















