
নীলফামারীর সৈয়দপুরে শীত পড়তে শুরু করেছে। বিশেষ করে ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে, শহর সহ উপজেলার জনপদ। অনুভূত হচ্ছে শীত।
সকাল ৮টার পর কুয়াশা কেটে গিয়ে হালকা সুর্যের তাপ ছড়াচ্ছে। এতে করে এলাকার লোকজন ঠান্ডা ও গরমের কারনে নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।
শনিবার ( ৮ নভেম্বর ) ভোরে সর্বত্র নেমেছে ঘন কুয়াশা আর শীতের ছোঁয়া। কুয়াশায় মোড়ানো সৈয়দপুরের চারপাশ এক অন্যরকম স্নিগ্ধতা। সকাল ৬টার পর থেকে শুরু হয় মানুষের কর্মচাঞ্চল্য। ভোরের ঘন কুয়াশা ভেদ করে হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করছে ধীর গতিতে। শীতের আগাম বার্তা যেন ছড়িয়ে পড়েছে সৈয়দপুর সহ নীলফামারী জেলা জুড়ে।
কার্তিকের শেষে ঘন কুয়াশার হালকা শীতে কাবু হয়ে পড়ছেন শিশু সহ বৃদ্ধরা। শহর সহ উপজেলার একাধিক জায়গায় রাস্তার পাশে বা মোড়ে মোড়ে বসছে ভাপা পিঠার দোকান। ভোরবেলা শরীরচর্চায় বের হওয়া লোকজন মনের আনন্দে বসে খাচ্ছেন সেই পিঠা। কেউবা আবার রাস্তার পাশে অথবা ব্রিজ কালভার্টের উপর বসে উপভোগ করছেন হালকা শীত আর ঘন কুয়াশার অপরূপ সৌন্দর্য।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বেশ কিছুদিন ধরে উত্তর জনপদের সৈয়দপুর ও নীলফামারীর বিভিন্ন এলাকায় ভোর রাতে শীত অনুভূত হচ্ছে। আর দিনে থাকছে গরম। এমন আবহাওয়ায় তিনি সকলকে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানান।
জহুরুল ইসলাম সৈয়দপুর( নীলফামারী) প্রতিবেদক 



















