প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৬:৪৬ পি.এম
বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে আ,লীগ ও জাতীয় পার্টি–নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া চলছে। সেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধ হবে। এখানে গণঅধিকার পরিষদের ভালো ও খারাপ লাগার কোনো ব্যাপার নেই। তিনি শনিবার দুপুরে (৮ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দলীয় নেতা-কর্মী ও জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুথানে যারা জনতার উপর গুলি চালিয়েছিলো তাদের যেন দৃশ্যমান বিচার হয়। আগামীতে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। গেল ১৬ বছরে দেশকে যারা পঙ্গু করে বিদেশে অর্থপাচার করেছে তাদের বিচার হতেই হবে।
ফ্যাসিবাদের বিচার না হলে এদেশে একদলীয় শাসন কায়েম হবে। ছাত্ররা রাজপথে নামবে, আবু সাঈদের মতো গুলি খেয়ে মারা যাবে এটি আমরা চাই না। এবার জনগণের সুযোগ আসছে জনপ্রতিনিধি বাছাই করার। গণঅধিকার পরিষদ সারাদেশের মানুষের কাছে যাচ্ছে। আশা করছি জনগণ আমাদের পাশে থাকবে।
এসময় গণঅধিকার পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূর আলম ভরসাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.