প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৬:৪১ পি.এম
পাবনা ৪ আসনে বিএনপি’র হাবিবকে সমর্থন করেও বিপক্ষে গেলেন মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু

হঠাৎ করেই পাবনা ৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে সমর্থন করেও মনোনয়ন প্রত্যাশী ঈশ্বরদী বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ২ দন পর বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে মনোনয়ন সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, আশা করি সর্বশেষ সিদ্ধান্ত পরিবর্তন হবে।
উল্লেখ্য পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাবনা ৪ আসনে মনোনয়ন ঘোষণা করলে অন্যতম মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী বিএনপির সাবেক সম্পাদক জাকারিয়া পিন্টু দলের বৃহত্তর স্বার্থে ২/৩ দিন আগে হাবিবকে অকুণ্ঠ সমর্থন করে ধানের শীষের বিজয়ের জন্য সকলকে একসাথে কাজ করার ঘোষণা দিয়ে বিবৃতি দেন। অবশ্য মনোনয়ন ঘোষণার পর উভয় নেতার সমর্থকদের মধ্যে স্থানীয় পর্যায়ে কিছু গোলযোগ দেখা যায় তারই প্রেক্ষিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে জাকারিয়া পিন্টু সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, এমন তো হওয়ার কথা ছিল না। তিনি দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানুষের পালস্ বুঝতে পারছেন না, সঠিক সিদ্ধান্ত দিতে পারছেন না, দল ও রাষ্ট্রেীর প্রয়োজনে আরও একবার সার্স কমিটি করে দলের স্বার্থে নতুন করে বিবেচনা করে মনোনয়ন দিবেন, হায়নার থাবা পরেছে, মনোনয়ন পুনঃবিবেচনা না করলে বিএনপি আগের মতই বারবার এই সিট হারাবে। তিনি অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অন্ধকারে রেখে ঐ ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন সর্বশেষ পরিবর্তন হবেই। সিদ্ধান্ত পরিবর্তন না হলে পরবর্তিতে দলের সাথে আলোচনা করে আমরা সিদান্ত নেবো।
জাকারিয়া পিন্টু এহেন পরিবর্তনে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার আগে হাবিবকে পিন্টু সমর্থন করে বক্তব্য দেয়ায় বিএনপির মাঝে ঐক্যের সুর নেমে এসেছিল, আবার নতুন করে ভাঙ্গন দেখা দিতে পারে। অভিজ্ঞদের অভিমত, হাবিবের মনোনয়ন ঠিক থাকলেও জাকারিয়া পিন্টু ও তার সমর্থক ধানের শীষের কাজ করতে কতটুকু আন্তরিক হবেন তা শুধু সময়ের বলে দিতে পারে।
অপরদিকে হাবিবের পক্ষে একাধিক নেতার দাবী সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু এমন বিপরীতমুখী ভূমিকার পিছনে জামায়াতের লোকজনদের ইন্ধন আছে। তাদের ধারনা একই এলাকায় বাড়ি হওয়ায় জামাতের মনোনীত প্রার্থীর লোকজন পিন্টুর পক্ষে কাজ করার মিথ্যা কৌশল প্রয়োগ করায় এমনটা হচ্ছে। এমন পরিস্থিতি থাকলেও বিএনপির যেকোনো প্রার্থীর পক্ষে নির্বাচনে জয়ী হওয়া দুরূহ হবে। তবে আটঘরিয়া বিএনপি নেতাদের দাবি এখানে হাবিব নিরঙ্কুশ ভাবে ভোট পাবে।
একইদিন হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে এসেই দেখা করতে গেলেন সাবেক সংসদ সদস্য, সাবেক পাবনা জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম সরদারের বাড়িতে। সেখানে আলোচনা ও কথা বার্তার পরে সিরাজ সরদার দলের বৃহত্তর স্বার্থে সকল ভেদাভেদ ভুলে এক সময়ের প্রতিদ্বন্দি হাবিবকে অকুন্ঠ সমর্থন দিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.