
নাটোরের লালপুরে নাটোর -১ ( লালপুর – বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন বাতিল করে ডা.ইয়াসির আরসাদ রাজনকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৮নভেম্বর) বিকেলে বিএনপির একাংশের ( রাজন সমর্থক) আয়োজনে উপজেলার লালপুর শ্রী সুন্দর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি লালপুর বাজার ও থানা মোড় প্রদক্ষিণ শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা ঈশ্বরদী টু বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ডাঃ ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দেওয়ায় দাবিতে দীর্ঘ ১ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এসময় তারা অবৈধ মনোনয়ন মনোনয়ন মানি না মানব না, লালপুর না মাদারীপুর, লালপুর লালপুর, পুতুল ভূয়া ভূয়া বলে স্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা যুবদলের সিনিযর যুগ্ন আহবায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, মজনু পাটোয়ারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সেলিম রেজা ভূবন, সাকিবুল ইসলাম সুলভ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন নাটোর-১ আসনে এমন এক নেতাকে মনোনয়ন দেওয়া হোক যে নেতা বিপদে আপদে লালপুর-বাগাতিপাড়ার সকল মানুষের সুখে দুখে পাশে থাকবে।
তারা আরো জানান ডাঃ ইয়াসির আরশাদ রাজন দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতন ও কারাবন্দীর শিকার হয়েছি। দলের তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে ফারজানা শারমিন পুতুল কে মনোনয়ন দিয়েছেন। আমরা চাই মনোনয়ন পুনঃবিবেচনা করে ডাঃ ইয়াসির আরশাদ রাজনকে দেওয়ার জন্য দাবি জানান।
লালপুর (নাটোর)প্রতিবেদক 


















