
পাবনার সাঁথিয়ায় পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (০৭ নভেম্বর,২০২৫ খ্রি.) বিকেলে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সাঁথিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সাঁথিয়া পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজিল ইসলাম মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক খায়রুন্নাহার খানম মিরু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান, যুবদল নেতা মাসুদুল হক মাসুদ প্রমুখ। আলোচনা সভা শেষে একটি মিছিল বের হয়ে থানাসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন,গণতন্ত্র,মানুষের ভোটাধিকার নিয়ে দেশে এখনো একটি গোষ্ঠি চক্রান্ত,ষড়যন্ত্র করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের মিছিলে গণতন্ত্রকামী সবাইকে শামিল হওয়ার আহবান জানান তারা।
এছাড়া এ আসনে (৬৮,পাবনা ১) ধানের শীষের মনোনয়ন না দেয়ায় ক্ষোভ করেন বক্তারা। বিএনপির সাঁথিয়ার যেকোন নেতাকে ধানের শীষের মনোনয়ন দেয়ার দাবি জানান তারা। বহিরাগত কিংবা শরিক দলের কাউকে এ আসনে প্রার্থী করা হলে তারা তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন।
পাবনা প্রতিবেদক 



















