পাবনার ঈশ্বরদীতে বাবা-মা হারা ভারসাম্যহীন সাগরের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। বুধবার ( ৫ নভেম্বর) বিকেলে শহরের পূর্বটেংরী ৭নং ওয়ার্ড আমবাগান এলাকায় এসে তাঁর দায়িত্ব নেন তিনি। মোঃ সাগর আলী মরহুম সুরুজ আলীর ছেলে।
প্রতিবেশীরা জানান, বাবা-মা হারিয়ে রাস্তাতেই তার বড় হওয়া। দিনের বেশির ভাগ সময় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কয়েক টাকা সংগ্রহ করে খাবার জোগাড় করে বেঁচে থাকা এই সাগরের। কখনো টাকা না পেলে ক্ষুধায় বাবা-মায়ের কবরের পাশে গিয়ে বসে কান্না করতে দেখা যায়।
সম্প্রতি সাগরকে নিয়ে জহুরুল ইসলাম জুঁই এর একটি মানবিক পোস্ট ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তিনি তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা পিআইও শিহাব উদ্দিন, ইনামুল হক জসিম, মামুন, রনি, জুয়েল ও মোঃ মুশফিকুর রহমানসহ আরও অনেকে।