
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে অস্ত্র চুরির অভিযোগের তদন্ত এখনও চলছে এবং তদন্ত শেষে আদৌ চুরি হয়েছে কি না জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান এ ঘটনায় কমিটি গঠন করা হয়েছে।
“এখন কার্গোর ব্যাপারে ওই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ওই জায়গায় একটা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে প্রধান হলো আমাদের সিনিয়র সচিব। তিনি অলরেডি চার-পাঁচটা দেশে চিঠি দিছে। দুই-একটা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে। ওখানে যে হাতিয়ার চুরি হইছে এই সম্বন্ধে এখনও ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো চুরি হইছে কি হয় নাই ” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
যদি চুরি হয়ে থাকে সেই সময় তাহলে কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাকেও আইনের আওতায় নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
“বাট এখন পর্যন্ত তো আমরা স্টাবলিশই করতে পারি নাই যে কয়টা হাতিয়ার চুরি হইছে বা আদৌ চুরি হইছে কিনা। ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো ” বলেন মি. চৌধুরী।
এছাড়া নির্বাচনে রাজনৈতিক দলের নেতা – কর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 



















