
শ্রীমঙ্গল থানা পুলিশের সফল অভিযানে গত দুই দিনে দু’টি পৃথক অপারেশন চালিয়ে মোট ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার-ইন-চার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযানসমূহ পরিচালিত হয়।
গতকাল ৩রা নভেম্বর, রাত ৯টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল থানার ৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত শাহীবাগ এলাকার বাসিন্দা পারুল বেগম টুনির (৩২) বাসভবনে অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
পরবর্তী অভিযানটি চালানো হয় আজ ৪ নভেম্বর, রাত সাড়ে ১২টায় শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত চৌমুহনাস্থ হোটেল বিরতির ৩য় তলার ৯ নম্বর কক্ষে। সেখানে অভিযান চালিয়ে তমিজ উদ্দিন (৫১)-কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সের সহায়তায়।
গ্রেফতারকৃত আসামী পারুল বেগম ও তমিজ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার-ইন-চার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করে যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।
শ্রীমঙ্গল প্রতিবেদক 


















