পাবনা ৪(আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে বিএনপি থেকে বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি'র আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে চূড়ান্তভাবে মনোনীত করে ৩ নভেম্বর দল থেকে ঘোষণা দেওয়ায় আটঘরিয়ার বিএনপি নেতা-কর্মী, সমর্থকদের মাঝে এদিন সন্ধ্যার পর সর্বত্র আনন্দ ও খুশির বন্যা বয়ে যায়।
উল্লেখ্য, ঢাকাস্থ বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে বিএনপি'র ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পাবনার ৪টি আসনে যথাক্রমে (পাবনা ১ আসন বাদ রেখে) পাবনা ২ আসনে একেএম সেলিম রেজা হাবিব, পাবনা ৩ আসনে কৃষিবিদ হাসান জাকির তুহিন, পাবনা ৪ আসনে হাবিবুর রহমান হাবিব ও পাবনা ৫ আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এই ঘোষণার পর পরই দেশের সর্বত্র বিএনপির কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে। একইভাবে আটঘরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মাঝে সন্ধ্যার পর শুরু হয় আনন্দ মিছিল ও মিষ্টি খাবার ধুম। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা ও সদস্য সচিব মনোয়ার হোসেন আলম সহ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, দলের ভেতরে বিদ্রোহী কিংবা অন্য দলের কাউকে নিয়ে কোন কটুক্তি করা যাবে না, সবাইকে সাথে নিয়ে নির্বাচন করে বিজয় নিশ্চিত করতে হবে।
সন্ধ্যার পর দেবোত্তর, সারাবাড়িয়া, আটঘরিয়া বাজার, খিদিরপুর, একদন্তসহ উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মিষ্টিমুখ করা হয়।
জানা গেছে হাবিবুর রহমান হাবিব ছাড়াও জাকারিয়া প্রিন্টু সহ যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তাদের সংঙ্গে হাবিবুর রহমান হাবিব শুভেচ্ছা বিনিময় করে আশা ব্যক্ত করেন সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে নির্বাচন করবেন। ইতিমধ্যেই হাবিবুর রহমান হাবিবের পক্ষে ভিন্ন মতালম্বীরাও দলীয় নির্দেশনায় একত্রিত হতে শুরু করেছেন বলে জানা গেছে।
আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মহোয়ার হোসেন আলম ও নীতি নির্ধারক বাবলু জানায়, আমরা খুব শিঘ্রই আটঘরিয়া উপজেলার নির্বাচনী পরিকল্পনা ও নির্বাচনী মিডিয়াসেল গঠনের উদ্যোগ নেবো এবং নির্বাচনী কাজে মহিলারা ভূমিকা রাখবে বলে আশা করা যায়, বিএনপি'র প্রার্থী ঘোষণার পর মনে হচ্ছে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।